সাংবাদিক রোজিনা গ্রেফতার হওয়ায় তারকাদের প্রতিবাদ মঙ্গলবার, ১৮ মে ২০২১
নির্মাতা অমিতাভ রেজা ব্যাঙ্গাত্মক ভাষায় লিখেছেন, \"একজন সাংবাদিক নিতে এত পুলিশ লাগছে?? এত ভয় পাইসে ক্যান??\"আরেক নির্মাতা জসীম আহমেদ লিখেছেন, \"সাংবাদিক রোজিনা ইসলামকে শারিরিক নির্যাতনের দায়ে স্বাস্হ্যসেবা বিভাগের এই অতিরিক্ত সচিবের বিরুদ্ধে যেখানে মামলা হওয়া উচিত সেখানে ঘটনাটা উল্টা হলো। এ কেমন রাজনৈতিক নেতৃত্ব, এ কেমন আমলাতন্ত্র, এ কেমন আইনের শাসন এবং এ কেমন সভ্য দেশের গণতান্ত্রিক সরকার?\"
নাটকের জনপ্রিয় নির্মাতা কৌশক শংকর দাস লেখেন, \"অনেক সাংবাদিক প্রশ্ন তুলছেন, কেন তাকে ৫ ঘন্টা ধরে আটকে রাখা হলো! এটা অপরাধ, বে আইনী। কিন্তু আমি সাংবাদিক নেতাদের কাছে জানতে চাই, এই দীর্ঘ ৫ ঘন্টা ধরে তারা কি করলেন?? কয়েকজন দেখলাম, এই আটক অবস্থা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, তার অবস্থা নিয়ে আশংকা প্রকাশ করেছেন, একজন নেতা লিখেছেন তিনি মন্ত্রী, পুলিশ বা বড় বড় লোকদের সাথে এই ব্যাপারে কথা বলেছেন। কয়েকজনকে দেখলাম টিভি টক শো তে এই ঘটনার
Comments
Post a Comment